Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

•আমাদের অর্জনসমূহ

 

তুলা উন্নয়ন বোর্ড, তুলা গবেষণা, এর সম্প্রসারণ, বীজ উৎপাদন ও বিতরণ, প্রশিক্ষণ, বাজারজাতকরণ ও জিনিং এবং ঋণ বিতরণে সহায়তা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।তুলা উন্নয়ন বোর্ডের তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজবর্ধন খামার, সদরপুর, দিনাজপুর গত তিন বছরে (২০১৭-১৮ থেকে ২০১৯-২০) বিভিন্ন ডিসিপ্লিনে (ব্রিডিং, এগ্রোনমি, এন্টোমলজি, সয়েল সাইন্স, প্যাথলজি) ১৫.০ হেক্টর জমিতে গবেষণা এবং মাঠ/চাষী পর্যায়ে বিভিন্ন ডিসিপ্লিনে (এগ্রোনমি,সয়েল সাইন্স) ১.৬ হেক্টর কৃষকের জমিতে অনফার্ম ট্রায়াল করা হয়েছে।এ খামারে বিগত তিন বছরে ২.৫ হেক্টর জমিতে তুলা চাষ করে ৩.১৫ মে.টন মৌল বীজ ও ৬৯.৫ হেক্টর জমিতে তুলাচাষ করে প্রায় ৭৮.০০ মে.টন ভিত্তি বীজ এবং ৪২১ বেল আঁশতুলা উৎপাদন করা হয়েছে।উৎপাদিত বীজতুলা জোনসমূহের মাধ্যমে চাষীদের মধ্যে বিক্রয়/ বিতরণ করা হয় এবং আঁশতুলা টেন্ডারের মাধ্যমে স্পিনিং মিলে বিক্রয় করা হয়।এ সময়ে খামার সমূহের মাধ্যমে উদ্ভাবিত ২ টি উন্নত তুলার জাত জাতীয় বীজ বোর্ড কর্তৃক নিবন্ধন করা হয়েছে এবং আরও ২ টি জাত অবমুক্তির অপেক্ষায় রয়েছে।